মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের অবসরগ্রহণকারী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
সোমবার -৭ অক্টোবর- হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল আহসানের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী সরকারি কলেজের অধ্যক প্রফেসর জাহিদ মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাটহাজারী সরকারি কলেজের উপাধক্ষ্য গুল মোহাম্মদ ও উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদায় শিক্ষকগণ হলেন- ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক শেক মোহাম্মদ আব্দুন নুর আনছারী- প্রাণীবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফজলুল কাদের- মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহির উদ্দিন- কম্পিউটার অপারেশনের সহকারী অধ্যাপক এএসএম সাইফুদ্দীন- জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক মোঃ নুরুল করিম।