প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ১:০৪ পি.এম
হাটহাজারীতে সন্ধ্যা আরতীর মধ্য দিয়ে ১২৮ পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা শুরু।।
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে ১২৮ টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু।
এবার হাটহাজারী উপজেলা ১২৮ টি পূজা মান্ডপে দূর্গা পূজা উদযাপন করা হবে জানা যায়। হাটহাজারী উপজেলার সবচেয়ে বড় দূর্গা পূজা হচ্ছে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট বয়েজ ক্লাবের পূজা মন্ডপে।
জানা যায়- প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির খরচ পরে গড়ে ৩৫০০০০ টাকা করে ১২৮ টি পূজা মন্ডলের খরচ ৪৪,৮০০,০০০. টাকা, হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য শ্রী প্রিয় শীষ চক্রবর্তি জানান- আজকে ষষ্ঠীর মধ্যে দিয়ে শারদীয় দূর্গাপূজা শুরু হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেন- শারদীয় দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পুর্ণ করা হয়েছে হাটহাজারী প্রতিটি পূজা মন্ডপের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২