প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ৯:৪৭ এ.এম
হাটহাজারীতে পুকুর ভরাট করে ভবন নির্মাণ করার দায়ে লাখ টাকা জরিমানা।।

মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করে ভবন নির্মাণের অপরাধে মো.ইউছুপ -৬৫- নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার -০৭ ডিসেম্বর- বেলা এগারটার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়- উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিক্তিতে জানতে পেরে উল্লেখিত স্থানে গিয়ে সংবাদের সত্যতা পান। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় ওই ভূমির শ্রেণি পুকুর যা বর্তমানেও পুকুর হিসেবেই আছে। সরেজমিনে পরিদর্শনকালে ওই পুকুরটি ভরাট অবস্থায় পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে অভিযুক্তকে চিহ্নিত করা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫- সংশোধিত ২০১০- এর ৬ -ঙ- ধারায় উল্লেখিত এলাকার অভিযুক্ত ইউছুপকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২