প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১০:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৫:২৮ পি.এম
হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী চট্টগ্রাম:
"প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এ প্রতিপাদ্যে হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস২০২৫ যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার ( ১২ আগষ্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য দেয়ার পর বিভিন্ন সংগঠনকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রানিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, আলিফ হসপিটালের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুল, উজ্জীবন ক্লাবের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন, জাগৃতির সভাপতি মোঃ ওসমান, কামালপাড়া যুব সংঘের সভাপতি মোঃ ওসমান গনি, উজ্জীবন ক্লাবের সাবেক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন।
সভা শেষে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে উজ্জীবন ক্লাব, শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাগৃতি'র সাধারণ সম্পাদক সোহেল রানা, সফল আত্মকর্মী পুরুষ মোঃ নাজিম উদ্দিন, মহিলা রিনাকে পুরস্কৃত করা হয়। এছাড়া নয়জন উদ্যেক্তাকে এক লাখ টাকা করে যুব ঋণ প্রদান করা হয়। সভার আগে দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে বর্ণাঢ্য র্যালি করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২