
মো: আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, (প্রতিনিধি) :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের বাদশাহী সড়কে ইসলামী যুব বিভাগের নেতাকর্মী ও স্থানীয়দের অর্থ ও স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। শনিবার ইউনিয়নের কালাবাদশাহ পাড়া এলাকায় কর্দমাক্ত কাঁচা রাস্তায় ইটের খোয়া ও সুড়কি ফেলে যাতায়াত উপযোগী করা হয়।
সংস্কারকৃত সড়কটি মির্জাপুর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের সীমান্তবর্তী তালুকদারপাড়া জামে মসজিদ সংলগ্ন রেললাইন থেকে হাজি পুকুর পাড় পর্যন্ত বিস্তৃত। এ উদ্যোগে নেতৃত্ব দেন হাফেজ মাওলানা ইকবাল হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন— আলহাজ্ব রফিক সওদাগর, সমাজসেবক; নূর খালেক শহীদ, সভাপতি যুব বিভাগ মির্জাপুর ইউনিয়ন জামায়াত; হাফেজ ইকবাল হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি, মির্জাপুর ইউনিয়ন জামায়াত; মুহাম্মদ রাশেদুল ইসলাম, সেক্রেটারি মানবিক অক্সিজেন সেবা; আবদুল মান্নান, যুবদল নেতা; নুরুল আলমসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এ সড়কটি চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করেছিল। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও এলাকাবাসীর ভোগান্তি লাঘবে তারা এ সংস্কার কাজ হাতে নেন।
মির্জাপুর গ্রামের বাসিন্দা মুহাম্মদ আবুল কাসেম সওদাগর বলেন,“নিজেদের অর্থ ও শ্রম দিয়ে জামায়াতের নেতাকর্মীরা যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এতে আমাদের অনেক উপকার হলো। এ ধরনের জনকল্যাণমূলক কাজে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসা উচিত।
আইডি নং : ০০২৫৪