প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৮:০৩ পি.এম
হাটহাজারিতে শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে হাটহাজারী উপজেলার সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় হাটহাজারী উপজেলা অডিটোরিয়ামে।
সোমবার (২৫ আগষ্ট) হাটহাজারী প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাাহী অফিসার মুহাম্মদ আব্দুল আল মুমিন। উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
মতবিনিময় সভায় শিক্ষকদের নিয়মিত উপস্থিত থাকা ও ক্লাস চলাকালীন বাইরে না যাওয়া, ক্লাসরুম-আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার রাখা, শিক্ষার্থী অনুপস্থিতি রেজিষ্টার রাখা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সাথে শেয়ার করার জন্য পরামর্শ প্রদান করা হয়।
সম্মানিত শিক্ষকদের আন্তরিক উপস্থিতি ও সকল বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস পেয়ে শিক্ষকদের ধন্যবাদ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২