প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৩:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৬:২৮ পি.এম
হাটহাজারিতে যানযট সমস্যা নিরসনে অভিযান।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম)
হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারে ও বড়দিঘির পাড়ে যানজট সমস্যা নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সড়ক দখল করে অবৈধ স্থাপণা করা এবং যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করানোর অপরাধে ১০ টি মামলায় ৪৯,০০০/ জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে অটো, সিএনজি, বাস থামানো এবং যাত্রী উঠানামার স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ পার্কিং করায় একটি ৩ নং বাস জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে তাদের মালিক সমিতির সাথে মিটিং করে রাস্তায় ট্রাফিক আইন মেনে চলতে এবং উপজেলা প্রশাসন হাটহাজারী কর্তৃক নির্ধারিত জায়গায় যাত্রী উঠানামা করতে বলা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২