প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ৭:৫০ পি.এম
হাটহাজারিতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি:
বৃহস্পতিবার ( ১৪ আগস্ট) সকালে হাটহাজারী উপজেলার ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এ সময় প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে এবং ক্লাস চলাকালীন বিদ্যালয়ের বাইরে না যেতে নির্দেশ দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার । প্রতিটি রুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়। উপস্থিতির হার কম দেখে অত্র বিদ্যালয়সহ উপজেলার সকল বিদ্যালয়ে অনুপস্থিতি রেজিস্টার তৈরি করে নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ করে অনুপস্থিতির কারণ লিপিবদ্ধ রাখতে নির্দেশ দিয়েছে। এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সাথে শেয়ার করার জন্য নির্দেশনা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২