প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৭:১৩ পি.এম
হাটহাজারিতে পাহাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা অর্থদন্ড।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম), প্রতিনিধি:
বৃহস্পতিবার (২০ নভেম্বর) হাটহাজারী উপজেলার হফরহাদাবাদ ইউনিয়নের সবুজটিলায় পাহাড় কাটার অভিযোগে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে আসামী মো কায়েছকে গ্রেফতার করা হয় ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০ টাকা অর্থদণ্ড এবং ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
এছাড়া মাটি বহনকারী পিকআপটি জব্দ করা হয়।
একইসাথে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয় এবং নিয়মিত মামলা রুজুর জন্য পরিবেশ অধিদপ্তরে তথ্য প্রেরণ করা হয়।
ফসলী জমি ও পাহাড়ের মাটি কাটার বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২