প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ১:৪৩ পি.এম
হাটহাজারিতে উপজেলা প্রশাসনের অভিযান।

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি:
মঙ্গলবার ( ২ ডিসেম্বর) হাটহাজারী বাজারে বিভিন্ন কীটনাশক দোকানে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।
এ সময় মালামাল রেখে ফুটপাত দখল এবং হালদা নদীতে অনুমোদনহীন মাছ মারার বিষ বিক্রয়ের অপরাধে ৩টি মামলায় দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী ১৩,০০০/- জরিমানা করা হয়। এছাড়া নাজিম বীজ ভান্ডার নামে এক দোকান থেকে নাইট্টো নামক ৩৪টি বিষের কৌটা জব্দ করা হয়। এটি দিয়ে হালদার মাছ মারা হয় এবং অসাধু লোকেরা এখান থেকে এই বিষ সংগ্রহ করেন মর্মে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২