
মাহবুবুর রহমান(শান্ত)
হলুদ সাংবাদিকতার ছোবল: ভুয়া পরিচয়ে ব্ল্যাকমেইল, প্রশ্নের মুখে মূলধারার গণমাধ্যম
সাংবাদিকতার পবিত্র পেশা আজ এক অদৃশ্য সংকটের মুখোমুখি। প্রযুক্তির সহজলভ্যতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের সুযোগ নিয়ে দেশে ক্রমবর্ধমান হারে গড়ে উঠছে নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল। এইসব প্ল্যাটফর্মে অনেকে নিজেদের ইচ্ছেমতো নাম দিয়ে “সাংবাদিক” পরিচয়ে মাঠে নামছেন। অথচ তাদের কারও নেই সরকারি অনুমোদন বা কোনো লাইসেন্স।গলায় PRESS লিখা ফিতা আর ভুয়া আইডি কার্ড দিয়ে হয়ে যাচ্ছেন সাংবাদিক।
অনুসন্ধানে উঠে এসেছে, এ ধরনের ভুয়া সাংবাদিকরা রাজধানীসহ বিভিন্ন জেলায় প্রশাসনিক দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন, মিথ্যা অভিযোগ এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করছেন। অনেক ক্ষেত্রে তারা “অসুবিধাজনক খবর” প্রকাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।
এদিকে মূলধারার পেশাদার সাংবাদিকরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু সাংবাদিকতার ভাবমূর্তি নষ্ট করছে না, বরং পাঠকের আস্থাও ধ্বংস করছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং বিভিন্ন গণমাধ্যম সম্পাদকরা মনে করছেন— তথ্য মন্ত্রণালয়, প্রেস কাউন্সিল এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। নীতিনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে কঠোর আইনি ব্যবস্থা ও অনুমোদন ছাড়া কোনোভাবে “প্রেস” পরিচয় ব্যবহার বন্ধ করা জরুরি।
এই ভুয়া পরিচয়ে তারা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে গিয়ে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা অভিযোগ তোলা এবং নানা উপায়ে ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ করছে। এর ফলে প্রকৃত ও মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রশ্ন রয়ে যায়—
হলুদ সাংবাদিকতার ছায়ায় ভুয়া পরিচয়ের এই দৌরাত্ম্য বন্ধে গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই না জাগলে, মূলধারার সাংবাদিকতা আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে?