প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১১:৫৫ এ.এম
হরিপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন

মোঃ সাগর ইসলাম, ঠাকুরগাঁও স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ধীরগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বাদ মাগরিব দোয়া ও ফিতা কাটার মাধ্যমে কার্যালয়টির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পর্যায় থেকে উপস্থিত ছিলেন:
জনাব রফিকুল আলম: জেলা আহ্বায়ক, এনসিপি ঠাকুরগাঁও।
জনাব শাজাহান বিশ্বাস: জেলা যুগ্ম আহ্বায়ক।
মোকাররম হোসেন সাদ্দাম: জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব।
আনোয়ারুল ইসলাম ও আবু সুফিয়ান: জেলা সাংগঠনিক সম্পাদক।
উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
হরিপুর উপজেলা আহ্বায়ক জনাব আরাফাত হোসেন বুলবুল ও সদস্য সচিব জনাব রহমাতুল্লাহ আল ফারুকী।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোরতুজা আলম ফাহিম ও যুগ্ম সদস্য সচিব আব্দুল আওয়াল।
সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ সাবিরুল ইসলাম, আশরাফুল হক, আব্দুল আলিম, গৌতম চন্দ্র রায়, হালিমা খাতুন ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
আন্দোলনের ডাক ও সাংগঠনিক দিকনির্দেশনা
প্রধান অতিথির বক্তব্যে জেলা আহ্বায়ক জনাব রফিকুল আলম বলেন, "আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে এনসিপি’র নির্বাচনী প্রচারণা জোরদার করা হবে। আজীবন ফ্যাসিবাদকে বিদায় জানাতে এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।" তিনি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
হরিপুর উপজেলা আহ্বায়ক জনাব আরাফাত হোসেন বুলবুল ও সদস্য সচিব জনাব রহমাতুল্লাহ আল ফারুকী তাদের বক্তব্যে জানান, এই কার্যালয় থেকেই আগামীতে যাবতীয় জাতীয় ও সাংগঠনিক কর্মসূচি পরিচালিত হবে। তারা আরও উল্লেখ করেন, জামায়াত-এনসিপি সমমনা ১০ দলের জোট ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ঠাকুরগাঁও-২ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রচারণা এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করবেন। দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের ঘোষণাও দেন তারা।
ইনসাফ ও সম্প্রীতির রাজনীতির অঙ্গীকার
মুঠোফোনে যুক্ত হয়ে জেলা আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোকারব হায়দার কাঞ্চন বলেন, "আমরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে হরিপুরে ইনসাফ ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা হানাহানি থাকবে না।"
তিনি আরও বলেন, হরিপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং শিক্ষার প্রসারে তারা সকল রাজনৈতিক দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। পরিশেষে তিনি ঠাকুরগাঁও-২ আসনে জোটের প্রার্থী মাওলানা আব্দুল হাকিমকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২