প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:০০ পি.এম
হরিপুরে উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ সাগর ইসলাম , ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্থানীয় একটি স্থানে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক মহাসচিব এবং ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ আব্দুস সালাম।
কর্মী সভায় হরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুস সালাম বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
আয়োজনে: হরিপুর উপজেলা যুবদল, হরিপুর, ঠাকুরগাঁও।
প্রধান অতিথি: ডাঃ আব্দুস সালাম (সাবেক মহাসচিব, ড্যাব ও সংসদ সদস্য পদপ্রার্থী, ঠাকুরগাঁও-২)।
স্লোগান: সভায় 'ধানের শীষে ভোট দিন' স্লোগান
সভায় স্থানীয় যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক গঠনতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তৃণমূলের কর্মীদের সক্রিয় অংশগ্রহণে সভাটি একটি প্রাণবন্ত সমাবেশে পরিণত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২