
মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট,
আগামীকাল বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ ও হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে মোংলা উপজেলা ও পৌর সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
শনিবার (২৩ আগষ্ট) সন্ধ্যা ৬ টায় মোংলা মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি পৌর মার্কেট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
সবাবেশে বক্তারা বলেন, আসন কমানোর এই প্রস্তাব একটি পরিকল্পিত ষড়যন্ত্র। নির্বাচন কমিশন যদি এই প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে কঠোর আন্দোলন করা হবে; যা সামাল দেওয়ার সক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন যদি চারটি আসন বহাল না রাখে, তাহলে বাগেরহাটকে গোটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
মিছিল থেকে নেতাকর্মীরা বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে মোংলা মহিলা কলেজ বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে আলোচনা সভা করে উপজেলা ও পৌর সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো: নাসির তালুকদার, মো: গোলাম নুর জনি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, ইসলামী আন্দোলনের বাগেরহাট -৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান প্রমুখ।