এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় হারুনের পরিত্যক্ত বাড়ির সামনে আধাপাকা রাস্তায় এক যুবকের গলা-কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০১ ডিসেম্বর) সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে ফতুল্লা থানা পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, নিহতের নাম সুমন খলিফা (৩৫)। তিনি বরিশালের আগৈলঝোঁড়া থানার আন্দার মানিক কোন্দলদোয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকার মৌচাকে বসবাস করতেন। অজ্ঞাত হামলাকারীরা রবিবার রাত ২২.৩০ ঘটিকা থেকে সোমবার ভোর ০৫.০০ ঘটিকার মধ্যে যে কোনো সময় তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও জবাই করে হত্যা করে ফেলে যায়।খবর পেয়ে ফতুল্লা থানার এসআই ইয়াসিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহতের স্ত্রী বাউল শিল্পী সোনিয়া আক্তার লাশ শনাক্ত করেছেন। তিনি জানান, সুমন ৩০ নভেম্বর রাত প্রায় ১০টায় বাসা থেকে বের হন।ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে তারা ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮