মাকসুদুল হোসেন তুষার,
স্বাধীনতার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থান চব্বিশ’ এর ব্যানারে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকা থেকে একটি বিশাল বিজয় র্যালি শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
এ সময় তিনি বলেন, এই বিজয় র্যালি শুধু একটি উৎসব নয়—এটি আমাদের অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মরণ করার দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই মাসে শহীদ হওয়া আমাদের সেই তরুণদের, যারা এই ফ্যাসিস্ট সরকারের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছেন। তারা কোনো দলের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জীবন দিয়েছেন।"
এসময় আরো উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব, যুবদল নেতা মামুন ভুঁইয়া আবদুল হালিম ভূইয়া সহ অনেকে।
বিজয় র্যালি ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে ‘গণতন্ত্র চাই’, ‘নির্বাচন চাই’ ও ‘স্বাধীনতা চাই’—এমন নানা স্লোগানে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮