হোসাইন রুবেল ভোলা।।
সম্পুর্ণ ভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোলায় পুলিশ কনস্টেবল পদে ৩১ জন নিয়োগ পলেন । সোমবার রাত ১২ টায় ভোলা পুলিশ লাইনস এ আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্তদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।
এ সময় তিনি জানান, ভোলা জেলায় ৬ জন নারীসহ মোট ৩৭ জনের বিপরীতে পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রাথমিকভাবে এক হাজার ৪৪৫ জন প্রার্থীর আবেদন গৃহিত হয়।
প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই-বাছাই শেষে ৪১১ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য মনোনিত করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হয়। সবশেষে ৩৭ জন প্রার্থীকে পুলিশ কন্সটেবল পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনিত করা হয়।
এ সমশ অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম বজাদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ঘুষ বা সুপারিশ ছাড়া নিয়োগ পেয়ে সদ্য নিয়োগ প্রাপ্ত পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮