প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৮:২৭ পি.এম
স্ত্রী দাবি হত্যা রূপগঞ্জ থানার পাশে যুবকের রহস্যজনক মৃত্যু তদন্তে পুলিশ

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধ পেপার মিলে তামিম(২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রাতে উপজেলার মুড়াপাড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিন মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।
অনুসন্ধানে জানা যায়, এলাকাবাসী দাবী করে বলেন লিনা পেপার মিলে প্রায় সময় এমন গোলাগুলি আওয়াজ শোনা যায়। এবং গতকালও রাতে বিকট শব্দের আওয়াজে আমাদের ঘুম ভেঙ্গে যায়। সকালে শুনি তামিন নামে এক ছেলে নিহত হয়েছে।
রূপগঞ্জ থানার এসআই আলতাব হোসেন জানান, শনিবার সকালে মুড়াপাড়া এলাকায় একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা করা হয়েছে নাকি অন্য কোন কারনে মৃত্যু বরণ করেছে সেটা স্পষ্ট বলা যাচ্ছে না। তবে ময়না তদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানাযাবে বলে পুলিশ দাবি করেছে।
এদিকে নিহত তামিনের বাবা বলেন,আমার ছেলে খারাপ ছিল আমি ভাবতেও পারিনি আমার ছেলে আজ লাশ হয়ে ফিরে আসবে। শুক্রবার রাতে সে তার সহযোগী দিপুসহ কয়েকজনের সাথে স্থানীয় লিনা পেপার মিলের বন্ধ কারখানায় চুরি করতে যায়। ভোরে দিপু ফোন করে জানায় তামিম মারা গেছে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে রয়েছে। তবে কিভাবে মারা গেছে সেটা বলেনি।
নিহত তামিনের খালা রাহিমা বলেন, তামিনকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবী করছি। তার শরীরে মাথায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত তামিনের স্ত্রীর শারমিন দাবি করে বলেন, আমার স্বামী খারাপ ছিল তাকে অনেক বুঝিয়েছি সে যাতে সব ছেড়ে দেয় । কিন্তু আমার কথা না শুনে আইবুরের ভাই সাইফুলের সাথে মিলে লিনা পেপার মিলে চুরি না করতে। আমার কথা না শুনে আজ লাশ হয়ে বাসায় ফিরে আসলো। আমার এক বছরের ছেলে আমি এখন কার কাছে যাব। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক।
এঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২