মাহবুবুর রহমান (শান্ত)
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার, সারুলিয়া ও রানীমহল এলাকায় দিন দিন বেড়ে যাচ্ছে ছিনতাইয়ের ঘটনা। প্রতিদিনই ভোরের দিকে কিংবা গভীর রাতে পথচারী ও যাত্রীদের ওপর ছিনতাইকারীরা হামলা চালাচ্ছে।
আজ ভোর ৪টার দিকে স্টাফ কোয়ার্টার থেকে রানীমহল যাওয়ার পথে রাফি হাসপাতালের সামনে বটতলায় এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি অটোরিকশা থামিয়ে পেছনে বসা দুই যাত্রীর কাছ থেকে ছিনতাই চলছিল। ছয়জন ছিনতাইকারী—যাদের সবার মুখ মাস্কে ঢাকা ছিল—অটো ও মোটরসাইকেলে ভাগ হয়ে এই হামলা চালায়। আশেপাশে থাকা অন্য যাত্রীরা ভয়ে দাঁড়াতে সাহস পাননি। স্থানীয়রা আশঙ্কা করছেন, যাত্রীদের জীবননাশেরও আশঙ্কা ছিল।
এর আগে কিছুদিন আগে একই এলাকায় ভোরে চট্টগ্রাম ফেরত এক ব্যবসায়ী গলাকাটা ব্রিজ এলাকায় ছিনতাইয়ের শিকার হন। তার কাছ থেকে দুইটি মোবাইল ও ৫০ হাজার টাকারও বেশি ছিনতাই করা হয়।
স্থানীয়দের অভিযোগ, স্টাফ কোয়ার্টার মোড় থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত অনেক সময় রাস্তার লাইট বন্ধ থাকে, অন্ধকারে দাপট দেখাচ্ছে ছিনতাইকারীরা। বিশেষ করে ব্রিজের উপরে সৃষ্ট কৃত্রিম জ্যামের সুযোগ নিয়ে প্রতিদিন মোবাইল চুরি ও ছিনতাই হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছেন, এভাবে ছিনতাই চলতে থাকলে সাধারণ মানুষ ভয় নিয়ে চলাফেরা করবে। তাই জরুরি ভিত্তিতে ডেমরা থানা ও ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) টহল বাড়ানো এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮