
চঞ্চল
লালমনিরহাট: সামাজিক যোগাযোগ মাধ্যম পরিহার করে বইয়ের প্রতি মনোযোগী হওয়ার জন্য কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। লালমনিরহাটে এসএসসি, ভোকেশনাল, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৪৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শনিবার বিকেলে লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেয় জেলা পরিষদ।
বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, মেধাবীদের বিকাশে শ্রম ও অধ্যবসায় অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো মাধ্যমগুলো পিছিয়ে দিচ্ছে। ফেসবুককে বিদায় দিতে হবে, মোবাইল পারলে ফেলে দিতে হবে। এক কথায় পড়াশোনায় মনোনিবেশ কর।” দেশের জন্য শিক্ষার্থীদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বইয়ের পাতায় আসক্ত হওয়ার পরামর্শ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি তার বক্তব্যে বলেন, “তোমরা মাথা নত করবে না, তোমরা জ্ঞানের সাধন করবে।” তিনি কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এই অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি আরও বলেন, মেধাবীরা কেবল নিজেদের জন্য নয়, দেশের কল্যাণেও কাজ করবে এবং “সময় গেলে সাধন হবে না”—এই কথাটি স্মরণ করিয়ে দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।