প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ২:১৬ পি.এম
সোনাহাটে পাগলকে খাবার দিতে গিয়ে অটোরিক্সার সাথে ধাক্কায় এক নারী নিহত

মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় অটোর ধাক্কায় ফাতেমা বেগম -৬০- নামের এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার -২২ মার্চ- সকাল ১০টার দিকে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দরের লক্ষীমোড় নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই মহিলা দক্ষিণ ভরতেরছড়া গ্রামের হাবুল মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সামনে রাস্তার ওপারে একজন পাগলি পানি খাইতে চাইলে ফাতেমা বেগম পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় সোনাহাট থেকে ভূরুঙ্গামারীগামী একটি অটো ধাক্কা দেয়। ওই অটোর চাকার সাথে ফাতেমা বেগমের শাড়ির আঁচল পেঁচিয়ে রাস্তায় পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২