এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেলে শান্তিপূর্ণভাবে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি হাজী নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মসীহসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় প্রধান অতিথি বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মসীহের পক্ষে ভোট প্রার্থনা করেন। পরে শান্তিপূর্ণভাবে পথসভা সমাপ্ত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮