আমিরুল হক, নীলফামারী ।।
নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্প নগরীর পুকুরপাড় থেকে সাব্বির হোসেন কালু (৩২) নামে এক ইঞ্জিন মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সে শহরের নিয়ামতপুর চামড়া গুদাম ক্যাম্পের মৃত নাসিম উদ্দিন ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন কে বা কারা ওই ইঞ্জিন মিস্ত্রি কালুকে হত্যা করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মরদেহের পাশ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সারোয়ার হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮