আমিরুল হক, নীলফামারী ।।
আগুন নেভানোর কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে মহড়া দিয়েছেন নীলফামারীর সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
গত সোমবার বেলা ৫ টার দিকে শহরের উত্তরা আবসান মাঠে শীতকালীন পূর্ব এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহীন হোসেন।
বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নীলফামারীর উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম, সৈয়দপুর সিনিয়র স্টেশন কর্মকর্তা স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম, উত্তরা ইপিজেড স্টেসনের সিনিয়র কর্মকর্তা সহিদুল ইসলাম।
বক্তারা বলেন, শীতকালে শুস্ক মৌসুমে অগ্নিকান্ডের ঘটনা বেশি ঘটে। তাই লোকজনকে সচেতন ও পরিস্থিতি মোকাবেলা করতেই এ মহড়ার আয়োজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮