শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:
শিক্ষক কেবল পাঠদান করেন না-তারা হয়ে ওঠেন মানবিকতা, মূল্যবোধ ও সাহসিকতার অনন্য প্রতীক। সিলেটের দক্ষিণ সুরমা খালমুখ বাজার সংলগ্ন সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকদের মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সাল থেকে ২০২৫ সালের এসএসসি ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। এসএসসি ১৬ ব্যাচের শিক্ষার্থী আব্দুল জলিল সাবের এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আব্দুল মালিকের সভাপতিত্বে সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী ও সিনিয়র সহকারী শিক্ষক এ.এইচ.এম হায়দার জাহানকে বিদায় সংবর্ধনা এবং প্রয়াত শিক্ষক জিতেন্দ্র চন্দ্র মালাকার, সহকারী শিক্ষক কাহির আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।এছাড়াও সাবেক শিক্ষার্থীরা সংবর্ধিত তিন শিক্ষককে পবিত্র উমরাহ হজ্জের সম্মানী উপহার দেন। মরণোত্তর শিক্ষকদের পরিবারকেও সমপরিমান সম্মানী উপহার দেয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম, হুমন আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী দৈনিক দর্পণ পত্রিকার সম্পাদক সামছুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল আহমদ, ম্যানিজিং কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন তোলা মিয়া, আব্দুস শহীদ সহ আরো অনেকেই।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮