মামুন মিঞা, ফরিদপুর:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন এখন যেন সেবার কেন্দ্র নয়, বরং আতঙ্ক আর অবহেলার প্রতীক। স্থানীয়রা ভবনটিকে ‘ভূতের বাড়ি’ বলেই জানেন।
সরেজমিনে দেখা যায়, একতলা ভবনটি চারপাশে প্রাচীরঘেরা হলেও ভেতরে জন্মেছে ঝোপঝাড় ও বড় বড় গাছ। ছাদ ও দেয়ালের সিমেন্ট খসে পড়েছে, দেয়ালের চটা উঠে যাচ্ছে। ভবনের দরজায় মরিচা, জানালা ভাঙা অবস্থায় পড়ে আছে। একসময় যেখানে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করতেন, আজ সেখানে জনমানবশূন্য নীরবতা।
স্থানীয় কুদ্দুস আলী বলেন, “আমাদের সেবা নেয়ার একমাত্র জায়গা ছিল এই কার্যালয়। কিন্তু বহু বছর ধরে এখানে কোনো কর্মকর্তা আসেন না। এখন এটা পুরোপুরি ভূতের বাড়ি হয়ে গেছে।”
তথ্য ঘেঁটে জানা যায়, ইউনিয়ন পরিষদের কার্যক্রম একসময় এই ভবনে নিয়মিত হতো। কিন্তু কর্মকর্তা পরিবর্তন, অবসর ও অবহেলার কারণে ধীরে ধীরে ভবনটি অকেজো হয়ে পড়ে। এরপর আর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সেবা বঞ্চনার পাশাপাশি জরুরি নথি বা কাগজপত্রের কাজের জন্য তাদেরকে এখন দূরবর্তী স্থানে ছুটতে হয়। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলেন,
এলাকাবাসীর দাবি, ভবনটি সংস্কার করে অথবা নতুন ভবন নির্মাণ করে দ্রুত ইউনিয়ন পরিষদ কার্যক্রম সচল করা হোক। তা না হলে তারা মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়েই থাকতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮