তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কারণে মারুফ হোসেন -২২- নামে এক শ্রমিক মারা গেছেন। তবে উপরে আসায় প্রাণে বেঁচে যান রহিম -৩০- আরেক শ্রমিক।
শনিবার -৩ মে-সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি নামক এলাকার জহুরুলনামে এক ব্যক্তির বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী।
নিহত মারুফ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। আর প্রাণে বেঁচে যাওয়া শ্রমিক রহিম মিয়া একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত -ওসি- মোহাম্মদ নুরনবী জানান, সাতপাটকি এলাকার জহুরুল নামে একজনের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন তারা। নামার পর বিষাক্ত গ্যাসের কারণে শ্রমিক রহিম উপরে উঠে আসতে পারলেও মারুফ ট্যাংকের ভেতরে থেকে উঠতে পারেননি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে সেপটিক ট্যাংক থেকে মারুফের মৃতদেহ উদ্ধার করেন।
ওসি মোহাম্মদ নূরনবী আরও জানান, সেপটিক ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে মারুফের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কারণ আছে কিনা শে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
মারুফের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮