প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৬:১০ পি.এম
সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান, জরিমানা আদায়

কক্সবাজার অফিস:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পরিবেশ নষ্ট করার দায়ে ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতিসার নাফি।
অভিযানকালে সেন্ট মার্টিন দ্বীপে স্থাপিত প্রিন্স হ্যাভেন রিসোর্ট, জোয়ারভাটা রেস্তোরাঁ, ড্রিমস প্যারাডাইস রিসোর্ট ও প্রাসাদ প্যারাডাইস রিসোর্টকে পরিবেশবিরোধী কর্মকাণ্ডের দায়ে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের তৈরি চায়ের কাপ ও বিভিন্ন স্ট্র জব্দ করা হয়।
সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২