বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
ঢাকা, ০৪ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) আজ সকালে সেনাসদর কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন নিয়ে দীর্ঘসময় আলাপ হয়। ফ্রান্স ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে যৌথ মহড়া, সামরিক শিক্ষায় সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্প খাতে সম্ভাব্য নতুন উদ্যোগ নিয়েও আলোচনা করেন তাঁরা।
বাংলাদেশের সামরিক আধুনিকায়ন প্রক্রিয়ায় ফ্রান্সের বিভিন্ন সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। সেনাপ্রধান বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে ভূমিকা, আধুনিকায়ন পরিকল্পনা এবং পেশাগত উৎকর্ষের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮