প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ৬:৫৯ পি.এম
সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর পানিতে ডুবে আয়ান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ডাক্তার আবদুর রহিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আয়ান একই ইউনিয়নের ১নং ওয়ার্ডে আলা উদ্দিনের ছেলে।
নিহতের বাবা আলা উদ্দিন জানান, তিনি একটি ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে নিজ উপজেলায় কর্মরত আছেন। সকালে নিজে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন। বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর ছেলে মোটরসাইকেলের পেছনে দৌড়ে রাস্তা পর্যন্ত চলে আসেন। পরে আবার বাড়িতে চলে যান। শিশুটি বাড়িতে খেলার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার আশরাফুল ইসলাম রাজীব জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২