পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও নেত্রকোণা ১ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
এই তালিকায় কায়সার কামাল সহ মোট ১৯ জন আইনজীবী রয়েছেন। তালিকায় ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার রাশনা ইমামের মতো আলোচিত ও বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন।
বুধবার তাদের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আইন পেশায় বিশেষ জ্ঞান, অভিজ্ঞতা এবং যোগ্যতার জন্য সুপ্রিম কোর্ট কর্তৃক এই সম্মানজনক সিনিয়র অ্যাডভোকেট উপাধি প্রদান করা হয়। এই উপাধিটি সাধারণত একজন আইনজীবীর দীর্ঘ আইনি অভিজ্ঞতা এবং বিশেষ দক্ষতার স্বীকৃতি হিসেবে দেয়া হয়। এটি আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর।
ব্যারিস্টার কায়সার কামাল সিনিয়র আইনজীবী হওয়ায় দুর্গাপুর ও কলমাকান্দার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন বার্তায় শিক্ত করেছেন।
কায়সার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বি.এ অনার্স ও এম.এ ডিগ্রি সম্পন্ন করেন। ব্যারিস্টার হওয়া ছিল তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সেই লক্ষ্যে তিনি ১৯৯৮ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান আইনশাস্ত্রে ডিগ্রি অর্জনের জন্য। তিনি ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটনে পড়াশোনা করেন এবং এলএলবি সম্মান ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে তিনি ইংল্যান্ড ও ওয়েলসের কলেজ অব ল-এ বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। তিনি ২০০৫ সালে লন্ডনের সম্মানিত লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল উপাধি লাভ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮