প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৯:০২ পি.এম
সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নানাবিদ ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. এরশাদুল ইসলাম, সহকারি শিক্ষক মো. মুসলিম আলী, মো. মাহফুজার রহমান, মো. সাইফুল ইসলাম প্রমূখ।
জানা গেছে, উপজেলার পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৬টি কৃষি ব্লকের তিনটি করে মোট ১৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৭০০ জন শিক্ষার্থীর মাঝে ৪টি করে নানাবিধ ফলদ গাছের চারা বিতরণ করা হবে। জলবায়ু মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২