প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৩, ১০:০৬ এ.এম
সুন্দরগঞ্জে বীজ ও সার বিতরণ।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, এসএপিপিও সাদেক হোসেন প্রমূখ। পরে প্রণোদনার সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬ হাজার ৭৮০ জন কৃষক প্রণোদনার বীজ ও সার পাবেন। এর মধ্যে গম ১ হাজার ৪৫০ জন, ভূট্টা ১ হাজার ১০০ জন, সরিষা ৩ হাজার ৮০০ জন, সূর্যমূখী ৭০ জন, চিনাবাদাম ১৪০ জন, পেঁয়াজ ৮০ জন, মুগ ডাল ৩০ জন, মশুর ডাল ৫০ জন এবং সয়াবিন ৪০ জন। বীজের সাথে প্রতিজন কৃষক ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবে। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে এইসব ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২