প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৯:৪১ এ.এম
সুন্দরগঞ্জে বীজ ও সার বিতরণ।।
হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির- উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু- পৌর আমির অধ্যক্ষ মো. একরামুল হক- বিএনপি'র আহবায়ক মো. বাবুল আহমেদ- সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান- উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা- সুন্দরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক মো. মোশারফ হোসেন বুলু, এসএপিপিও সাদেক হোসেন প্রমূখ। পরে প্রণোদনার সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
জানা গেছে- চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ১০০ জন কৃষক প্রণোদনার বীজ ও সার পাবেন। এর মধ্যে ভূট্টা ৫ শত ৭০ জন, সরিষা ২ হাজার ৫০০ জন- মশুর ডাল ৭০ জন। বীজের সাথে প্রতিজন কৃষক ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবে। পর্যায়ক্রমে কৃষকদের মাঝে এইসব ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২