
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার বিকালে উপজেলার হরিপুর ইউনিয়নের চরচরিতাবাড়ি গ্রামে তিস্তা নদীর তীর হতে অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৬০-৬৫ বছর হতে পারে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ওই গ্রামের জনৈক এক ব্যক্তি মরদেহটি তিস্তা নদীর তীরে ভেসে থাকতে দেখে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুত হাল রিপোর্ট করেন। পুলিশ বলেন, মরদেহটি তাজা, কোথাও কোন আঘাতের চিহৃ নেই । পড়নে একটি ডোরাচেক গামছা রয়েছে। দাড়ি-মোছ পাকা এবং ডান হতে তাবিজ বাঁধা রয়েছে।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহটি তিস্তা নদীর উজান থেকে ভেসে এসেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, নদী পারাপারের সময় নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরে স্রোতে মরদেহটি ভেসে এসেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য আপাতত থনায় নেয়া হয়েছে।