প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৪:১২ পি.এম
সুন্দরগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩ একর ১৮ শতক জমিতে চাষাবাদ ও বসবাস করে আসছিলেন। প্রায় ৩/৪ বছর আগে তিনি অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ভারতে গেলে তার অনুপস্থিতিতে বিবাদীরা ১ একর ৭ শতক জমি জোরপূর্বক দখল করে নেয়। বিবাদীরা হলেন, একই গ্রামের মৃত আব্দুল কাদের ছেলে গোলাম রব্বানী, মতিয়ার রহমান, হক্কানি মিয়া, আব্দুল মজিদ ছেলে জেনারুল ইসলাম ও পশ্চিম শিবরাম গ্রামের রব্বানী মিয়ার ছেলে আসাদুল জামান। চিকিৎসা শেষে দেশে ফিরে এসে নজরুল ইসলাম জমি ফেরত চাইলে বিবাদীরা সময়ক্ষেপণ করতে থাকে এবং পরবর্তীতে তাকে খুন-জখমের হুমকি দেয়। সর্বশেষ গত ১০ আগস্ট তারিখে তিনি জমি ছাড়ার দাবি জানালে বিবাদীরা তাকে তাড়িয়ে দেয় ও প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদী তার ভাতিজা তাকে ও তার পরিবারের সদস্যদের মারপিট ও খুন-জখমের হুমকি দিচ্ছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশী-মিমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। বর্তমানে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
বাদী নজরুল ইসলাম বলেন, “আমি পৈত্রিক সূত্রে জমির মালিক এবং আমার কাছে সকল বৈধ কাগজপত্র রয়েছে। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা ও জমির দখল ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”
এদিকে বিবাদী মতিয়ার রহমান জানান, জমিগুলো তাদেরই দখলে রয়েছে। জমি নিতে হলে আদালতে মামলা করে নিতে হবে।
বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের এসআই মামুনুর রশিদ বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর জব্বার জানান, “বিষয়টি নিয়ে আমরা এর আগে একাধিকবার মীমাংসার চেষ্টা করেছি। তবে তা সফল হয়নি।
জমি নিয়ে এই বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং গ্রামবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২