প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১:১৬ পি.এম
সুন্দরগঞ্জে এক মাদককারবারি গ্রেপ্তার।।

হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ -গাইবান্ধা- প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের লাঠশালার চরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদুল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কুঠিচন্দ্র গ্রামের আব্দুর রহমানের ছেলে।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সে দীর্ঘদিন হতে মাদক কারবারি সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২