প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৩, ৪:০৮ পি.এম
সুনামগঞ্জে ৪৪ বস্তা ভারতীয় চিনি সহ ১ জন গ্রেফতার ।।

সাইফ উল্লাহ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।।
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নে রবিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ৪৪ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি সহ ১ জনকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে এসআই রফিজুল ইসলাম, এএসআই মোঃ কাজল মিয়া সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১/১০/২০২৩ তারিখ ভোর ০৩.৩০ মিনিটের সময় মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউপির ৪নং ওয়ার্ডের গুলগাঁও গ্রামের মোঃ খোকন মিয়া (২৫), পিতা-শাহজাহান মিয়ার বসত ঘরের মেঝে হইতে ৪৪ বস্তা (২২০০ কেজি) আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তা (৫০ কেজি) ভারতীয় চিনির মূল্য-৪,৫০০/- টাকা করিয়া সর্বমোট ৪৪ বস্তা (২২০০ কেজি) সর্বমোট ভারতীয় চিনির মূল্য অনুমান-১,৯৮,০০০/-টাকা উদ্ধার করা হয়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, আসামীর বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আমাদের অভিযান চলমান থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২