প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৪, ৮:০১ এ.এম
সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণের চারদিন পর তরুণী উদ্ধার-অপহরণকারী গ্রেফতার।।
ওয়াহিদুর রহমান
বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ।।
সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় অপহরণের চারদিনের মাথায় ১৫ বছরের জনৈকা তরুণীকে উদ্ধার ও অপহরণকারী আবব্দুর নুর-২০-কে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
গ্রেফতারকৃতকে ৩১-মার্চ-রোববার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলার বাদী মারফতে জানাগেছে,গত ২৬ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রাম এলাকায় দারুল কেরাত থেকে বাড়ি ফিরছিলেন গোতগাঁও
-আমিনপুর-গ্রামের ১৫ বছরের জনৈকা তরুণী। এ-সময় পথিমধ্যে একই ইউনিয়নের গোতগাঁও গ্রামের আবব্দুল হান্নানের পু্ত্র সিএনজি -অটোরিকশা-চালক আবব্দুর নুর-২০-তরুণীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্হানে নিয়ে যায়।এ-ঘটনায় তরুণীর মা জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্র ধরে অপহরণের ৪ দিনের মাথায় ৩০-মার্চ-রোববার রাতে পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়ার সহায়তায় অপহৃতা তরুণীকে উদ্ধার ও অপহরণকারী সিএনজি-অটোরিকশা-চালক আবদুর নুরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ-ঘটনায় তরুণীর মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টোর সজিব মিয়া জানান, গ্রেফতারকৃত অপহরণ ও ধর্ষণ মামলার আসামী আবদুন নুরকে ৩১ মার্চ রোববার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।একই সঙ্গে ধর্ষিতা তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২