শওকত আলম- কক্সবাজার।।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত বর্তি ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে বিভিন্ন দলের নেতাকর্মীদের সাথে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পুলিশ সুপার মো:শহীদুল্লাহ কায়সার।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যাটেলিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ ফারুক হোসেন খাঁন- এবং ককসবাজার পুলিশ সুপার মো:রহসত উল্লাহ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেন সীমান্ত চোরাচালান বন্ধে সকলের সহযোগীতা কামনা করি,দেশ সবার। দেশ ও দশের কল্যাণে সকলকে কাজ করতে হবে আন্তরিক ও নি:স্বার্থভাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮