চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন-১৫ বিজিবির- দায়িত্বপূর্ণ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অন্ততপুর বিওপি বিজিবির টহলদলের অভিযানে বাংলাদেশ- ভারত সীমান্ত এলাকা থেকে ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভারতীয় ডিসপ্লে উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৫২ হাজার টাকা।
মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন -১৫ বিজিবি- এর কমান্ডিং অফিসার -সিও-লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি জানায় , গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিটে অনন্তপুর বিওপি’র টহলদল ফুলবাড়ি সীমান্তে নাগরাজ নামক এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় কিছু সন্দেহজনক চোরাকারবারির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করেন তারা । চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের সাথে থাকা মালামাল রেখে যায় । সেই মালামালগুলো তল্লাশি করে বিভিন্ন মডেলের ২৮৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভারতীয় ডিসপ্লে উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান , উদ্ধার বিভিন্ন মডেলের এই ডিসপ্লেগুলোর বাজার মূল্য-৮ লাখ ৫২ হাজার টাকা। এই ঘটনায় জড়িত চোরাকারবীদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৫ বিজিবি এই কমান্ডিং অফিসার বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। আমরা স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি । এছাড়াও যেকোনো গোপন তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিচ্ছি।”
এদিকে এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতার প্রশংসা করেছে সচেতন নাগরিকরা। তারা সীমান্তে চোরাচালান প্রতিরোধ করে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিজিবির এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮