চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় গত দুই দিনে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পাঁচটি কঠোর অভিযান চালিয়েছে। এই সাড়াশি তৎপরতায় ৯টি ভারতীয় গরু, গাঁজা, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গরু ও মাদকের সর্বমোট সিজার মূল্য ৭ লক্ষ ৯১ হাজার ৯ শত টাকা।
বিজিবি সূত্র জানায়, মাদকের প্রবেশ এবং ভারতীয় গরু পাচারের গোপন তথ্যের ভিত্তিতে এই সমন্বিত অভিযানগুলো পরিচালিত হয়।
রবিবার (২৩ নভেম্বর) রাতে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপি'র কুমারটারী এলাকায় বিজিবি'র চ্যালেঞ্জের মুখে চোরাকারবারীরা আটটি ভারতীয় গরু ফেলে দ্রুত পালিয়ে যায়। ওই রাতেই একই স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে ৭০ বোতল ইস্কাফ সিরাপ এবং ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে সোমবার (২৪ নভেম্বর) সকালে হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপি'র খামারভাতী এলাকায় অভিযান চালিয়ে ৬৭ বোতল ফেন্সিডিল এবং ৯৯ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। এর আগে রাত ০৩:৩০ মিনিটে একই উপজেলার বনচৌকি বিওপি এলাকা থেকে আরও একটি ভারতীয় গরু আটক করে বিজিবি।
বিজিবি’র অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লিখিত পাঁচ অভিযানে মোট ০৯টি ভারতীয় গরু (মূল্য ৬,৪৫,০০০/- টাকা), ১৬৯ বোতল ইস্কাফ সিরাপ (৬৭,৬০০/- টাকা), ৬৭ বোতল ফেন্সিডিল (২৬,৮০০/- টাকা) এবং ১৫ কেজি গাঁজা (৫২,৫০০/- টাকা) জব্দ করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি নিশ্চিত করেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে বিজিবি সর্বদা প্রস্তুত। তিনি বলেন, চোরাচালান রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮