চঞ্চল,
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), ৫১ ব্যাটালিয়নের কঠোর নজরদারির মুখে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকার তিনবিঘা করিডোর চেকপোস্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।
আটক শ্রী তন্ময় (৩৫) দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মুশিদহাট গ্রামের শ্রী বিমল চন্দ্রের পুত্র।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে তিনবিঘা করিডোর চেকপোস্টে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা তল্লাশির সময় তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক তন্ময় পাসপোর্ট ও ভিসার তোয়াক্কা না করে ২০২৪ সালে দালাল চক্রের মাধ্যমে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। সেখানে তিনি মানবপাচারকারীদের সহায়তায় অবস্থান করেন। বুধবার তিনি ভারত থেকে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় দহগ্রাম বিওপির চেকপোস্টে ধরা পড়েন।
বিজিবি ৫১ ব্যাটালিয়ন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন, বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি সঞ্জয় কুমার নামক তার বড় ভাইয়ের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বাংলাদেশী নাগরিক হিসেবে প্রমাণিত হয়েছেন।
তিনি বলেন, "সীমান্তে কঠোর নজরদারি ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি তৎপর রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে শ্রী তন্ময়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।"
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮