সিলেট প্রতিনিধি
গ্রেফতারকৃতরা হলেন:
১।আকমল হোসেন (৪২), পিতা - মৃত আব্দুর রশিদ সাং- সাহেবেরগাও, টুকেরবাজার, থানা - জালালাবাদ, জেলা সিলেট।
২।সাহান আহমদ(৩৭), পিতা - মায়েদ আলী, মাতা - শাহানা খাতুন , সাং – শেলবরস, থানা - ধর্মপাশা জেলা সুনামগঞ্জ , বতর্মান - ১০২, সাদাটিকর, নয়াগাঁও, থানা - শাহপরান জেলা সিলেট।
৩। মোঃ জসিম উদ্দিন তালুকদার (৪৬), পিতা-মৃত মুসলীম উদ্দিন, সাং-বাসা নং-নূরানী১১/৪, বনকলাপাড়া সুবিদবাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, সহ-সভাপতি সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ।
৪।অন্তর খান (২৫) পিতা তরমুজ খান সাং-তেররতন শাহজালাল উপশহর, থানা শাহপরাণ (রহ:) জেলা –সিলেট, মহানগর যুবলীগের কমী।
৫।মোঃ ফুল মিয়া (৪৫), পিতা –মৃত জলফু মিয়া, সাং- সুলতান পুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, বতমানে:- ব্লক এইচ, শাহজালাল উপশহর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট, মহানগর যুবলীগের সক্রিয় কর্মী।
৬।আমির উদ্দিন (৩০), পিতা-মাসুক মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা, সাং-প্রকাশিত নূরপুর (জহিরপুর)থানা- ওসমানীনগর, জেলা- সিলেট ।
৭। কামরুল ইসলাম কালু (২৭), পিতা- জায়ফর উল্লাহ, সাং-প্রকাশিত নুরপুর (জহিরপুর), থানা- ওসমানীনগর, জেলা- সিলেট।
৮।মোঃ আকমল আলী (৫২), পিতা- মৃত সুরমান আলী, মাতা-মৃত খায়রুন নেছা খাতুন, সাং- তুরুকখলা, ওয়ার্ড নং- ০৪, ০৯ নং দাউদপুর ইউনিয়ন, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা।
৯।মঞ্জুরুল ইসলাম শিপলু (৩৫), পিতা - সিরাজুল ইসলাম, সাং- ১৫৬, সি ব্লক, বালুচর থানা শাহপরান জেলা সিলেট, আওয়ামিলীগ কর্মী।
১০। মকসুদ মিয়া চৌধুরীর লিপন(৩৮), পিতা- আব্দুস সালাম চৌধুরী, সাং-হইদরপুর, ইউপি- অলংকারী, থানা- বিশ্বনাথ, জেলা -সিলেট। সাবেক এমপি হাবিবুর রহমান এর ভাগিনা। তিনি বিশ্বনাথ থানার অলংকারী ইউনিয়নের সক্রিয় যুবলীগ কর্মী।
১১।আব্দুল্লাহ আল রহমান (৪০) পিতা- আব্দুর রহমান, মাতা - সিদ্দিকা বেগম সাং- ফতেহপুর ৫ম খন্ড থানা - গোয়াইনঘাট বতর্মান - নবপুষ্প ৩৫, ইমারত টাওয়ার থানা কোতোয়ালি সিলেট, যুগ্ম সাধারণ সম্পাদক ৬ নং ফতেহপুর ইউনিয়ন যুবলীগ, গোয়াইনঘাট।
১২।সৈয়দ গোলাম আলী (৫০) পিতা মৃত সৈয়দ গোলাম হোসেন, সাং খালেরপাড় থানা - কানাইঘাট জেলা সিলেট।
১৩।ফয়সাল (৪২) পিতা - মৃত আব্দুল মানিক, সাং- লায়রা ১১,থানা- কোতোয়ালী, জেলা-সিলেট’দের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮