সিলেট প্রতিনিধি।।
সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়েছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।
রোববার -৩ অক্টোবর- কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. জিয়াউল হকের নেতৃত্বে থানা প্রাঙ্গণ থেকে এই মোটরসাইকেল মহড়া বের করা হয়। মহড়ায় থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. জিয়াউল হক জানান, পুলিশ জনগণের বন্ধু। থানা এলাকার আইনশঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত আছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই মহড়া আমাদের থানা এলাকায় দিয়েছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮