প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৪:০৮ পি.এম
সিলেটে টি- টোয়েন্টি সিরিজ, আলোচনায় থাকে বিসিবির নিরাপত্তা নিয়ে।

মোঃ ফারুক মিয়া ফারুক :
উত্তেজনা, দর্শক এবং খেলার প্রতি সিলেটের মানুষের আবেগ সত্যিই অবিশ্বাস্য যা গত ম্যাচ গুলো দেখলেই বুঝা যায়। সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ আগস্ট। বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে সিলেটে দর্শকদের উম্মাদনা সৃষ্টি করে। সিলেটের ক্রিকেট প্রেমীরা সব সময়ই চায় সিলেটে অনুষ্ঠিত হউক বাংলাদেশের ম্যাচগুলো। তবে সিলেট স্টেডিয়ামের ও বিসিবির কর্মকর্তারা বরাবরি চান সিলেটে ক্রিকেট উম্মাদনা সৃষ্টি করার যার ফলে সিলেট ভেন্যুকে সব সময় বিসিবির পছন্দের তালিকায় রাখে। কিন্তু সিলেটে ম্যাচ চলাকালে সিকিউরিটি কান্ডে অনেকটা দুর্বল যা বিগত সময়ে লক্ষ করা যায় বিসিবির নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে টিকেট ছাড়া দেয়াল টপকে মাঠে ডুকে পড়া একটি বড় সমস্যা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য। নিরাপত্তাহীনতায় অনেকটা ব্যর্থতায় থাকে বিসিবি তবে এ থেকে উত্তরণের জন্য বিসিবি অনেক সর্তক বটে। অন্যদিকে টিকেট কালোবাজারি সব সময় আলোচনায় থাকে সিলেট কিন্তু এবার টিকেট অনলাইনে থাকায় সেই সুযোগ পাবে না টিকেট কালোবাজারিরা । তবে এবার বিসিবিতে অনেক পরিবর্তন এসেছে নতুন আভাস দিবে কি বিসিবি বিগত দিনের সকল ব্যর্থ কর্মকান্ড, আলোচনা, সমালোচনা, মুছে দিয়ে সুন্দর ভাবে প্রস্তুতি সেরেছে। এবার শুধু বিসিবি থেকে আসা কর্মকর্তাদের সরজমিনে মাঠে এসে পরিদর্শনটা বাকি যদিও সবকিছু ঠিক টাক।
সিলেটের এক কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, স্টেডিয়ামের যে দেয়ালটা রয়েছে চা বাগানের ভেতর দিয়ে সেটা নিচুঁ থাকায় অনেক সময় ঝু্কি নিয়ে ডুকে পড়ে দেয়াল টপকে তবে এটা ঠেকানোর জন্য উঁচু দেয়াল প্রয়োজন। এছাড়াও বিসিবির কঠোর নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি। টিকেটের বিষয়ে বলেন এবার অনলাইনে টিকেট থাকার কারণে টিকেট কালোবাজারিরা সেই সুযোগটা পাবে না।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। এখন পর্যন্ত বাংলাদেশ ও নেদারল্যান্ডস পাঁচটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ চারটিতে ও ডাচরা একটিতে জিতেছে।ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এশিয়া কাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলংকায়। বাংলাদেশের কন্ডিশনে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় নেদারল্যান্ডস। ২৭ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। বাংলাদেশ ক্রিকেট দল ২০ আগস্ট সিলেটে অনুশীলন শুরু করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২