স্টাফ রিপোর্টার:
কিছুদিনের ব্যবধানে সিলেট হারিয়েছে তিন তরুণ ও সম্ভাবনাময় শিল্পীকে। সঙ্গীত ও অনলাইন কনটেন্ট জগতে নিজেদের অবস্থান তৈরি করে নেওয়া এই তিন প্রতিভাবান তরুণের অকাল মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষও গভীর শোকে মুহ্যমান।
প্রয়াতরা হলেন—
কণ্ঠশিল্পী পাগল হাসান, যিনি ২০২৪ সালের ১৮ এপ্রিল এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
কণ্ঠশিল্পী আলী ইনসান, যিনি ২০২৫ সালের ২৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাশ দীপ, যিনি ২০২৫ সালের ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান।
এই তিনজনই ছিলেন সিলেট অঞ্চলের তরুণ প্রজন্মের মুখপাত্রস্বরূপ— কেউ সংগীতের মাধ্যমে, কেউ বা সৃজনশীল ভিডিও কনটেন্টের মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন। তাদের হঠাৎ মৃত্যুতে সিলেটবাসীর হৃদয়ে গভীর বেদনা ও হতাশা নেমে এসেছে।
স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা জানিয়েছেন,
> “এত অল্প সময়ের ব্যবধানে এত সম্ভাবনাময় তিন তরুণের চলে যাওয়া সিলেটের সংস্কৃতি জগতে এক অপূরণীয় ক্ষতি। তারা প্রত্যেকেই নতুন ধারার সংগীত ও বিনোদন সৃষ্টিতে পথপ্রদর্শকের ভূমিকা রাখছিলেন।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনজনের মৃত্যুতে শোকের ঢল নেমেছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা লিখছেন—
“যে সিলেট একসময় গান ও কনটেন্টে প্রাণবন্ত ছিল, সেখানে এখন কেবল শোকের প্রতিধ্বনি।”
তাদের আকস্মিক প্রয়াণ মনে করিয়ে দিচ্ছে তরুণ বয়সেও হৃদরোগ ও মানসিক চাপের ঝুঁকির বিষয়টি। চিকিৎসক ও বিশ্লেষকরা বলছেন, সচেতনতা, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও মানসিক প্রশান্তি বজায় রাখাই হতে পারে এ ধরনের অকাল মৃত্যুর প্রধান প্রতিরোধ।
সিলেটের শিল্প অঙ্গনের সদস্যরা একবাক্যে বলছেন—
“তারা চলে গেছেন, কিন্তু তাদের সৃষ্টি ও স্মৃতি বেঁচে থাকবে সিলেটের হৃদয়ে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮