মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের সবজি বাগানের জায়গা দখল করে ওয়ার্ড আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী নেতা সেলিম রেজার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে।
ভুক্তভোগী কৃষক সিদ্দিকুর রহমান বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রায় ১২ বছর আগে বেলাল হোসেন নামে এক ব্যক্তির কাছে থেকে ১০ শতাংশ জমি কিনে ভোগদখল করে আসছি। সেখানে বর্তমানে সবজির চাষাবাদ করেছি। হঠাৎ করে গত রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আওয়ামী নেতা সেলিম রেজা ও ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খলিলুর রহমান সহ বেশ কয়েকজন জোর করে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে দেন। সাইনবোর্ড টাঙ্গানোর বিষয়ে প্রতিবাদ করতে গেলে তারা আমাকে ও আমার স্ত্রী কল্পনা খাতুনকে মারধর করে।
সাইনবোর্ড টাঙ্গানো বিষয়ে অভিযুক্ত সেলিম রেজা বলেন, ওই জমির পাশেই আমাদের দলীয় কার্যালয়। সিদ্দিকুর রহমানের নিজস্ব জমি বাদে যেটুকু সরকারি খাস জমি রয়েছে, সেখানেই সাইনবোর্ড টাঙানো হয়েছে।
এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী ভুলন চন্দ্র বসাক বলেন, আমার জানামতে রাস্তার পাশের ওই জমিটুকুতে মাটি ভরাট করে সিদ্দিকুর সবজির আবাদ করছিলেন। সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙানো হয়েছে বলে আমি শুনেছি। আমি সভাপতি হলেও বিষয়টি আমাকে জানায়নি । তারা তাদের ইচ্ছেমতো সেখানে টাঙিয়েছে ।
এ ব্যাপারে তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বলেন, সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া বিষয়টি শুনেছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।যারা এ কাজ করেছে তারা কেউ আওয়ামীলীগের নয়।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম বলেন, সিদ্দিকুর রহমান নামে এক কৃষকের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮