মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের কাজিপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১১টায় উপজেলার খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়।
এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা চালকল মালিক সমিতির সম্পাদক আব্দুর রাজ্জাক ও উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন , গুদাম কর্মকর্তা পলাশ কুমার সুত্রধর, কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কাজিপুরে আমন ধান সংগ্রহের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা ৫৯৪ মেট্রিকটন, চালের লক্ষ্যমাত্রা ৫৩৩ মেট্রিকটন । ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ২৮ টাকা, চাল সিদ্ধ ৪২ টাকা
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮