মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জে র্যাব ১২'র অভিযানে ১১০ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারি কে আটক করেছেন র্যাব,গোপন সংবাদের ভিত্তিতে
২০ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ০৮.০৫ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কড্ডা রেল ক্রসিং মোড়স্থ জনৈক ভমিজানুর রহমান এর চা বিস্কিটের দোকানের পূর্ব দিকে সিরাজগঞ্জ শহর থেকে কড্ডার মোড়গামী রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ মানিকুল ইসলাম(৩০), পিতা- মৃত মোহবুল হক, সাং- বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ ফেন্সিডিল সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮